ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিশ্বব্যাপী বাড়ছে শরণার্থীর সংখ্যা

প্রকাশিত : ০৯:১৭, ২০ জুন ২০১৬ | আপডেট: ০৯:১৭, ২০ জুন ২০১৬

গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত আর রাষ্ট্রের অভ্যন্তরীণ সংকটে বিশ্বব্যাপী বাড়ছে শরণার্থীর সংখ্যা। আরব দেশগুলোর অস্থিতিশীল পরিস্থিতি এই সংকটে যোগ করেছে বাড়তি মাত্রা। মিয়ানমারে জাতিগত সংঘাতের কারণে দশকের পর দশক ধরে বাংলাদেশে শরণার্থী হয়ে আছে রোহিঙ্গারা। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শরণার্থী দিবস। বিশেষজ্ঞরা বলছেন, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে শরণার্থীদের। আর রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসূ অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্তমান বৈশ্বিক সমস্যাগুলোর মধ্যে শরণার্থী সংকট অন্যতম। আরব দেশগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জন্মভূমি ত্যাগ করছে হাজারো মানুষ। ইউরোপে যেতে ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সলীল সমাধি হচ্ছে অনেকের। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সাগর তটে শিশু আয়লান কুর্দির মরদেহ কাঁপিয়ে দিয়েছে মানবতার ভিত। মিয়ানমারে জাতিগত সংঘাতের কারণে রোহিঙ্গারা শরণার্থী হয়ে আছে বাংলাদেশে। কক্সবাজার ও আশপাশের এলাকায় বাস করা এসব মানুষের সংখ্যা অন্তত ৩ লাখ ৩২ হাজার। শরণার্থী সংকটের জন্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক বৈষম্য আর সীমাবদ্ধতাকেই দায়ী করছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। একইসঙ্গে তাদের মানবিক দৃষ্টিতে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, মিয়ানমারের নতুন গণতান্ত্রিক সরকারের আন্তরিকতায় সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। নিজ নিজ দেশে অধিকার নিয়ে থাকবে মানুষ, বিশ্ব শরণার্থী দিবসে এই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি