ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিনিধি জান্নাতুল নাঈম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২০, ৩০ সেপ্টেম্বর ২০১৭

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৭ নির্বাচিত হয়েছেন জান্নাতুল নাঈম। প্রায় ২৫ হাজার প্রতিযোগীর মধ্যে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা তাকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করেন।

চীনে অনুষ্ঠেয় আগামী বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জান্নাতুল নাঈম।

জমকালো পরিসরে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা ওঠে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ২০১৭-এর গ্র্যান্ড ফিনালের।

শুরুতেই অনুষ্ঠানের উপস্থাপক শিনা চৌহানের নাচ দর্শকদের নজর কাড়ে। এরপর একে একে মঞ্চে আসেন চূড়ান্ত ১০ জন প্রতিযোগী। দর্শকদের সামনে একে একে নিজেদের পরিচয় দেন তাঁরা।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ী জান্নাতুল নাঈম মিস ওয়ার্ল্ডের বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানারআপ হন জান্নাতুল সুমাইয়া হিমি। সেরা দশে আসা অন্য সাত প্রতিযোগী হলেন- রুকাইয়া জাহান চমক, জাহারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা।

অনুষ্ঠানে বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন ও তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব সোনিয়া কবির।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে প্রতিষ্ঠান দুটি।

 

এসএ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি