বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা
প্রকাশিত : ০৯:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। গত দুইমাস ধরে প্রায় দিনই এই তালিকায় শীর্ষে থাকছে নগরটি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩২৯। এই মাত্রাকে বলা হয় ‘ঝুঁকিপূর্ণ’।
এ ছাড়া তালিকায় ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ঘানার আক্রা। স্কোর ২২৩ নিয়ে তৃতীয় চীনের বেইজিং। স্কোর ২০০ নিয়ে চতুর্থ পাকিস্তানের লাহোর এবং পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৪।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।
জাতীয় বক্ষ্যব্যাধি হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান খান জানান, মানব শরীরের শ্বাসতন্ত্র, চোখ ও ত্বক সরাসরি বাতাসের সঙ্গে সম্পৃক্ত। বায়ুদূষণের কারণে এগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
এমন পরিস্থিতিতে মেগাসিটি ঢাকাকে বাসযোগ্য করে তুলতে, সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ বিশ্লেষকেরা।
এসএ/
আরও পড়ুন