বিশ্বের দামী ১০ ব্র্যান্ডের ৭টিই প্রযুক্তির
প্রকাশিত : ১১:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭
বিশ্বের সবচেয়ে দামী দশটি কোম্পানির ব্র্যান্ড তালিকার সাতটিই প্রযুক্তি প্রতিষ্ঠান। এ তালিকায় সবার ওপরে অবস্থান মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু ১৮৪ মিলিয়ন ডলার। এসব কোম্পানির ব্র্যান্ড ভ্যালু মূল্যায়ন করে তালিকাটি করেছে কনসালটেন্সি ফার্ম ইন্টারব্র্যান্ড।
তালিকায় অ্যাপলের পরেই অবস্থান রয়েছে গুগল ও মাইক্রসফটের। তালিকার চতুর্থ অবস্থানে আছে কোকাকোলা। এরপর পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে অ্যামাজন ও স্যামসাং। সাত নম্বরে আছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।
তালিকায় এরপরে রয়েছে ফেইসবুকের নাম। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বাড়ার রেকর্ড এখন তাদের দখলে। গত এক বছরে ফেসবুকের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেয়েছে ৪৮ শতাংশ। আর নবম স্থানে রয়েছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্চের নাম। দশম স্থানটি রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের দখলে।
শীর্ষ দশ তালিকায় জায়গা না পেলেও ভালো অবস্থানে আছে ই-কমার্স সাইট অ্যামাজন ও অ্যাডোবি। কোম্পানির দুটোর ব্র্যান্ড ভ্যালুর মূল্য যথাক্রমে ২৯ ও ১৯ শতাংশ।
আর
আরও পড়ুন