ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩১, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্যামসাং আনছে ফোল্ডেবল স্মার্টফোন৷ কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টেলিকম মার্কেট জুড়ে৷ আর স্যামসাংকে ফলো অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলো মজেছে এই নয়া ট্রেন্ডে৷ কিন্তু নামীদামি সব সংস্থাকে রীতিমত বুড়ো আঙুল দেখিয়ে বাজারে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল মার্কিনি সংস্থা রয়ল ফ্লেক্সপে।

জানা যাচ্ছে, বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন এই ফ্লেক্সপে। মার্কিনি সংস্থাটি জানাচ্ছে, এটি দুনিয়ার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন৷ কিন্তু আদতে এটিকে ট্যাবলেট বললেও ভুল বলা হবে না৷ কারণ ফোনটির ডিসপ্লে থাকছে ৭ দশমিক ৮ ইঞ্চির৷ কিন্তু ফোনটিকে ফোন্ড করার সঙ্গে সঙ্গে সেটির ডিসপ্লেটির সাইজ কমবে৷ ডিসপ্লেটিকে তৈরি করেছে রয়ল৷ ফোল্ডেবল স্মার্টফোনটির দাম থাকছে ১ হাজার ৩০০ ডলার৷

তবে শুধু ডিসপ্লেই নয়৷ বৈচিত্র্য রয়েছে ফোনটির ফিচারসেও৷ ফোনটিতে ৬ জিবি/৮ জিবির র‌্যাম থাকছে৷ এছাড়া, ইন্টারনাল স্টোরেজ থাকছে যথাক্রমে ১২৮ জিবি/২৫৬ জিবির৷ ইউজার স্টোরেজ বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন মাইক্রোএসডি কার্ড৷ আকর্ষণীয় এবং উন্নতমানের ক্যামেরা থাকছে ফোনটিতে৷ ৩ হজার ৮০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ফার্স্ট চার্জিং সার্পোট৷

সংস্থাটি দাবি করেছে, মাত্র ৩০ মিনিটেই একেবারে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে ফোনটি৷ ইতিমধ্যেই চীনে ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে৷ যেটির সিপিং শুরু হবে আগামী ডিসেম্বরে৷ সম্প্রতি ডেভালপার কনফারেন্সের তারিখ সামনে এনেছে দক্ষিণ কোরিয়ান সংস্থা স্যামসাং৷ সূত্রের খবর, সেখানেই স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনটি লঞ্চ হওয়ার সম্ভবনা রয়েছে৷ নভেম্বরে হতে চলেছে স্যামসাংয়ের এই ডেভালপার কনফারেন্স৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি