এসে গেল স্যামসাং গ্যালাক্সি এ৯
বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে আছে ৬টি ক্যামেরা
প্রকাশিত : ১১:২৮, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:১১, ২২ নভেম্বর ২০১৮
বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এ৯। বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে কোয়াড রেয়ার ফেসিং ক্যামেরা রয়েছে। চারটি ক্যামেরা রয়েছে পিছনে। সামনে রয়েছে আরও দুটি। এর ফলে অনেক কিছুই এর দ্বারা ধারণ করা সম্ভব।
মূল ক্যামেরাটিতে ২৪ মেগাপিক্সেল এএফ প্রাইমারি সেন্সর (এফ/১.৭) রয়েছে। তাই এই ক্যামেরার মাধ্যমে ছবি উঠবে ফাটাফাটি।
দূরের ছবির জন্য রয়েছে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২X অপটিক্যাল জুম (এফ/২.৪), ৮এ মেগাপিক্সেল সেন্সর, আল্ট্রা ওয়াইড ১২০ ডিগ্রি লেন্স এটি।
ডেপথ অব ফিল্ড ৫ মেগাপিক্সেল সেন্সর। যার ফলে বোকে এফেক্ট পাওয়া যাবে।
২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচার রয়েছে নতুন ফোনটিতে। ফলে কম আলোয় আরও ঝকঝকে সেলফি উঠবে।
কমপ্যাক্ট বডিতে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি, সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে পাওয়া যাবে। রিজোলিউশনও দুর্দান্ত।
অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ ডিসপ্লে ১৮.৫ : ৯। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। সেট আরও দ্রুত চলবে এতে।
৬ থেকে ৮ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে এতে। নেটিভ স্টোরেজ ১২৮ জিবি। স্যামসাংয়ের এই ফোনে ৩৮০০ এমএএইচ ব্যাটারি ও ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।
তথ্যসূত্র : আনন্দবাজার
এমএইচ/
আরও পড়ুন