ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ পোষা পান্ডার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২৩:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ পোষা পান্ডার মৃত্যু হয়েছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজুতে পান্ডাটি মারা যায়। মৃত্যুকালে বাসি নামের ওই পান্ডাটির বয়স হয়েছিল ৩৭ বছর।

চীনের একটি উপত্যকা থেকে পান্ডাটিকে উদ্ধার করা হয়। পরে এর নাম দেওয়া হয় বাসি। চার-পাঁচ বছর বয়স থেকেই প্রয়োজনীয় সব ধরনের সুবিধা পাচ্ছিল এটি।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বাসি বয়সের দিক থেকে তার সমগোত্রীয় সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। বেশ বড় আকারের পান্ডাকে চীনের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই পান্ডাটিও সেভাবেই বিবেচিত হতো। বেশ সুরক্ষিত রাখা হয়েছিল বাসিকে।

পান্ডাটির মৃত্যুর পর আজ বৃহস্পতিবার গণশোকের আয়োজন করা হয়। আর সে ঘটনা টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়। ফুজুর ‘স্ট্রেইটস জায়ান্ট পান্ডা রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ সেন্টারের’ একজন কর্মকর্তা বলেন, ‘অত্যন্ত বেদনাহত হৃদয় নিয়ে ঘোষণা করছি, তারকা পাণ্ডা বাসি ৩৭ বছর বয়সে বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে মারা গেছে।’

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি