ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিষাক্ত রাসেল ভাইপার ধরে বনে অবমুক্ত করছে রাজুর টিম

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৩, ১ জুলাই ২০২৪ | আপডেট: ১২:২২, ১ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

মানুষ কিংবা সাপ কারোই যেন না ঘটে অকাল মরন। উভয় এই প্রাণীর নিরাপদ অবস্থান নিশ্চিত করতে বসত ঘর কিংবা গণবসতি এলাকা থেকে রাসেল ভাইপার, কিংকুবরা মতো বিষাক্ত সাপ ধরে বন বিভাগের সংরক্ষিত গহীন বনে অবমুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করছেন ভালুকার মাষ্টারবাড়ীর রাজু আহম্মেদের স্নেক রেসকিউ টিম নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষার ব্যতিক্রমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সচেতনজনেরা। 

রাসেল ভাইপার সাপ আতঙ্কে যখন দেশের মানুষ উদ্বিগ্ন এমন সময় অতিমাত্রার বিষধর এই সাপ নিজের হাতে ধরে বন বিভাগের গহীন বনে অবমুক্ত করে চলেছেন স্নেক রেসকিউ টিম লিটার রাজু আহম্মেদ ও তার দল।

যেখানেই শুনতে পান বিষধর সাপ রয়েছে নিজ খরচে প্রত্যন্ত এলাকায় গিয়ে সাপ ধরে বনে অবমুক্ত করেন জীববৈচিত্র প্রেমী এই যুবক। মানুষ সাপ মারবেনা আর সাপ মানুষকে কামড়াবেনা এই দুই প্রাণীর নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্য নিয়ে ভালুকা থেকে পরিচালিত রাজুর স্নেক রেসকিউ টিমে ২ শতাধিক সদস্য সারাদেশে ৩ হাজারের বেশি রাসেল ভাইপার, কিংকুবরা, শংকিনি, অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন। 


সাপে কাটলে ভয় না পেয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়াসহ বসত ঘর থেকে সাপ অবমুক্ত করার জন্য স্নেক রেসকিউ টিমকে (০১৭৮০ ৯৩২৭১৭) খবর দেয়া, কেউ যেন ওঝার ঝাড়-ফুঁক নিয়ে অকালে মৃত্যুর দিকে ঝুঁকে না পরে এমন সচেতনার বার্তা দিয়ে বিপদগ্রস্ত মানুষের বসত ঘর থেকে সাপ অবমুক্ত করতে পারাটা অন্যরকম এক অনুভূতি বলে মনে করে স্নেক রেসকিউ টিম সদস্যরা। 
স্নেক রেসকিউ টিমের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি