বিসিএস রিয়েল ভাইভা:পর্ব-১
প্রকাশিত : ১৯:০৩, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২ ডিসেম্বর ২০১৭
৩৭তম বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষা শুরু হয়েছে গত ২৯ নভেম্বর থেকে। প্রথম পর্বে শুরু হওয়া সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের এই মৌখিক পরীক্ষা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ৩৬তম বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী কাউছার হামিদ ভূঁইয়া। পিএসসির সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বোর্ডের ভাইভাতে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ভাইভার প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে ইটিভি অনলাইনের পাঠকদের জন্য তার ভাইভা বা মৌখিক পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো। তার এই রিয়েল ভাইভার অনুলিখন করেছেন একুশে টেলিভিশন অনলাইন রিপোর্টার মাহমুদুল হাসান।
প্রার্থী: স্যার আসতে পারি?
বোর্ড চেয়ারম্যান: আসুন।
প্রার্থী: আসসালামু আলাইকুম।
বোর্ড চেয়ারম্যান: বসুন।
প্রার্থী: ধন্যবাদ স্যার।
বোর্ড চেয়ারম্যান: আপনার নাম কি?
প্রার্থী: কাউছার হামিদ ভূঁইয়া।
বোর্ড চেয়ারম্যান: আপনার জেলার নাম কি?
প্রার্থী: চাঁদপুর
বোর্ড চেয়ারম্যান: আপনাদের এমপির নাম কি?
প্রার্থী: মেজর (অব:) রফিকুল ইসলাম (বীর উত্তম)।
বোর্ড চেয়ারম্যান: উনাকে বীর উত্তম বলা হয় কেন? তিনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
প্রার্থী: তিনি মহান মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধে অসামান্য নেতৃত্ব ও অবদানের জন্য সরকার উনাকে বীর উত্তম খেতাব দেন।
বোর্ড চেয়ারম্যান: আপনার এমপি-তো মুক্তিযুদ্ধের উপর অনেকগুলো বই লিখেছেন। এর মধ্য থেকে যে কোনো দু’টি বই এর নাম বলুন?
প্রার্থী: ১) লক্ষ প্রাণের বিনিময়ে
২) বঙ্গবন্ধু ও স্বাধীনতা
বোর্ড চেয়ারম্যান: গত তিন দিন আগে আপনার এমপির একটি বই থেকে কোড করে একজন সংসদ সদস্য একটি বিতর্ক উপস্থাপন করেন। বলুন সেই বিতর্কটি কি ছিল?
প্রার্থী: মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক নিয়ে।
বোর্ড চেয়ারম্যান: সম্প্রতি কোনো বই পড়েছেন কি?
প্রার্থী: জি স্যার।
বোর্ড চেয়ারম্যান: নাম বলন?
প্রার্থী: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত ‘শেখ মুজিব আমার পিতা’ ।
বোর্ড চেয়ারম্যান: বইটির প্রকাশ সাল কত?
প্রার্থী: স্যারি স্যার, আমি উত্তরটি স্মরণ করতে পারছি না।
দ্বিতীয় পরীক্ষক-
Question: What is your first choice?
Answer: BCS Administration.
Question: Why did you choose it?
Answer: Sir, As my discipline was public administration, so I was taught about policy implementation and formation governance issues, public finance and bureaucracy etc. The basic tusks of an administrator is to carry out policy implementation and governance issues. So I think my theoretical knowledge will help me to accelerate these tusks properly. For these reason I have chosen BCS Administration.
Question: So tell me, what is policy and what is public policy?
Answer: Policy is a set of decisions taken by any legitimate authority. Any individual can take a policy. But when policy is taken by government to solve any socio- economic, administrative or other problems, that is called public policy. For example: Education policy and health policy.
Question: What is public security?
Answer: Security of people’s lives and assets from external and internal threat is called public security.
তৃতীয় পরীক্ষক:
প্রশ্ন: সামাজিক নিরাপত্তার কিছু উদাহরণ দিন?
উত্তর: সামাজিক নিরাপত্তার জন্য রাষ্ট্র কর্তৃক প্রচলিত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা। এছাড়াও ভিজিএফ, ভিজিডি এবং প্রতিবন্ধি ভাতা।
দ্বিতীয় পরীক্ষক
Question: Who was the supreme leader of Bangladesh during the liberation war?
Answer: Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation.
Question: Tell me the administrative hierarchy of Bangladesh.
Answer: Secretary, Additional Secretary, Deputy Secretary, Joined Secretary, Senior Assistant and Assistant Secretary.
Question: What is field Administration?
Answer: Field administration is basically the implementing body of the government working at the field level.
Question: What is the difference between central administration and field administration?
Answer: Central administration assists government to formulate the policy. They are secretary, deputy secretary and joint secretary etc. Field administration carries out decisions of central administration. They are divisional commissioner, deputy commissioner, assistant commissioner.
তৃতীয় পরীক্ষক-
প্রশ্ন: বর্তমানে দেশে কতটি সামাজিক নিরাপত্তা চালু রয়েছে?
উত্তর: ১৪৫ টি।
পরীক্ষক: আপনাকে ধন্যবাদ, আপনি আসুন।
প্রার্থী: স্যার, আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
এম/টিকে
আরও পড়ুন