বিসিবি সংস্কারে নাজমুল আবেদীন ফাহিমের রূপরেখা
প্রকাশিত : ২১:৪৫, ১০ আগস্ট ২০২৪
জাতীয় পুরস্কার পাওয়া এবং দেশের অন্যতম প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অতীব প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি রূপরেখো তৈরি করেছেন। তিনি বলেন, দেশের ক্রিকেটের উন্নতির জন্য সংস্কারটি অপরিহার্য। কেননা ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে দেশের ক্রিকেট উত্থান-পতনের মধ্যে রয়েছে।
শনিবার মিরপুরে বিসিবি সদর দপ্তর শেবোংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের ফাহিম বলেন, ‘আমরা বিশেষ করে আমি এই রূপরেখো নিয়ে কয়েক বছর যাবত চিন্তা করছি। কিছু জায়গায় ঘাটতি আছে এবং তা মেটানো উচিত। ’
‘আমাদের হাতে থাকা সম্পদ নিয়ে আমাদের ভাবতে হবে, যে সম্পদ আছে তা দিয়ে আমরা সমস্যার কতটা কাটিয়ে উঠতে পারব। হয়তো ভবিষ্যতে আমি এ বিষয়ে কথা বলব। কোন কোন জায়গায় আমরা পিছিয়ে আছি। কিন্দু সে সকল জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোন কারণ নেই।’
দীর্ঘদিন যাবতই ক্রিকেটের সাথে আছেন ফাহিম। হাফ পারফরমেন্স ডিপার্টমেন্টের সাথে কাজ করার পর তিনি বিসিবিতে ক্রিকেট কোচ হিসেবে কাজ শুরু করেন। প্রতিভাবান খেলোয়াড়দের তৈরির মাধ্যমে তাদের ভবিষ্যত নিয়ে কাজ করে হাই পারফরমেন্স।
বিসিবি ছাড়ার পর দীর্ঘদিন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ফাহিম। গত বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩এ খালেদ মাহমুদ সুজনের কাছে হেরে যান বিসিবির দুর্নীতি নিয়ে সোচ্চার এই অভিজ্ঞ কোচ।
ফাহিম জানান, এ বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে আলোচনা করতে আগ্রহী। তিনি বলেন, ‘যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, আমি অবশ্যই তা করবো। শুধু আমার কাছ থেকে নয়, যারা এই বিষয়ে অবগত আছে তাদের কাছ থেকেও ধারণা নেওয়া উচিত। তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।’
তিনি আরও বলেন, ‘ আমি আনুষ্ঠানিকভাবে কিছু করলে অবশ্যই আলাপ করবো। যারা দায়িত্বে আছেন তাদের সাহায্য করার জন্য আমি একটি বড় রূপরেখা নিয়ে আসতে চাই। আমি আবারও বলছি, এটি আমার কাজ নয়। আমি যতদূর জানি, উপদেষ্টারা সিস্টেমটা ঠিক করতে চান। যারা সিস্টেম ভালোভাবে চালাতে পারবেন, তারাই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখেন।’
ফাহিম মনে করেন, বিসিবির দায়িত্ব নেওয়ার জন্য দেশে ও দেশের বাইরে অনেক যোগ্য লোক আছে। তিনি বলেন, ‘যারা সত্যিকার অর্থে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চান, তাদের এখানে আসা উচিত। ক্রিকেট এমন একটি খেলা যা বাংলাদেশকে বিশ্বের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারে। শীর্ষ পদে সঠিক ব্যক্তি থাকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছেন যারা দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট অভিজ্ঞ।’
ফাহিম জানান, পুরোপুরি ধ্বংস হওয়া থেকে বিসিবিকে রক্ষা করতে এই মুহূর্তে পরিবর্তন খুব জরুরি। তিনি বলেন, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমি মনে করি না বিসিবি খুব একটা সুশৃঙ্খল প্রতিষ্ঠান। বিসিবিকে বাইরে থেকে দারুণ প্রতিষ্ঠান মনে হতে পারে। বিসিবির যে সুযোগ ছিল, তা সর্বোচ্চ কাজে লাগানো যায়নি। আমি মনে করি, এখানে পরিবর্তন হওয়া দরকার। এখানে যে অনিয়ম হচ্ছে তা ঠিক করা দরকার।’
সরকারের পতনের পর বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর তিনদিন পিছিয়ে যায়। আসন্ন পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন এখনও শুরু হয়নি। এই মুহূর্তে অনুশীলন করানোর জন্য কোচিং স্টাফদের কেউ নেই। যারা এসব দেখার দায়িত্বে আছেন, তারা এখন বিসিবিতে আসছেন না।
যারা আসছেন না তাদের সমালোচনা করে ফাহিম বলেন, ‘আমি মনে করি না, তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল। তারা সেই এজেন্ডা বাস্তবায়ন করেছে। ক্রিকেটের কি হয়েছে তা আমরা দেখেছি। আপনি জানেন ক্লাব ক্রিকেট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন পুরো ক্রিকেটই ধ্বংস হয়ে যাচ্ছে।’
এএইচ