বিসিবির ভেন্যু তালিকা থেকে বাদ চান্দু স্টেডিয়াম
প্রকাশিত : ০৯:১১, ৩ মার্চ ২০২৩
আন্তর্জাতিক মর্যাদা হারানোর একযুগের মাথায় বিসিবির ভেন্যু তালিকা থেকেও বাদ গেল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদকে দেয়া চিঠিতে জেলা ক্রীড়া সংস্থার প্রতি অসহযোগিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট অনুরাগী বগুড়ার মানুষ স্বপ্ন দেখছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে বসে আবারও দেখবেন আন্তর্জাতিক ম্যাচ। এরই মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো এলো দুঃসংবাদটি।
বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। এতে অভিযোগ করা হয়, গত কয়েক বছর ধরেই বোর্ডের ম্যাচ আয়োজনে অসহযোগিতা করছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।
চিঠি দেয়ার পাশাপাশি বগুড়ায় নিয়োগপ্রাপ্ত বিসিবির ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজড করে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়েছে। একই সঙ্গে কার্গোতে করে ঢাকায় নেয়া হচ্ছে গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থেকে শুরু করে ইনডোরের নেট, ম্যাট সবকিছু।
বিসিবি স্টাফরা শনিবার (৪ মার্চ) ঢাকায় রিপোর্টিং করতে শুক্রবার রওনা হবেন বলে নিশ্চিত করেছেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ম্যানেজার মো. জামিলুর রহমান।
গেল বছর যুব ক্রিকেট লিগে ওয়াইসিএলের দল শহীদ চান্দুতে অনুশীলন করেও শিডিউল জটিলতায় ম্যাচ খেলতে পারেনি। ৮ মার্চ শুরু হতে যাওয়া এ বছরের ওয়াইসিএলের ভেন্যু হিসেবে আবারো বোর্ডের চিন্তায় ছিল বগুড়া। তবে ১ থেকে ২৫ মার্চ বগুড়া প্রিমিয়ার ডিভিশন লিগ চলবে এ ভেন্যুতে। বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা না করে লিগ শুরুর চিঠি বিসিবিতে পাঠানোয় চটেছেন বোর্ড অফিশিয়ালরা।
তবে আলোচনার মাধ্যমে সুরাহা না করে এমন সিদ্ধান্ত ও অসহিষ্ণু আচরণের নিন্দা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মিলন।
আলোচনার টেবিলে বসে দুপক্ষের সমঝোতায় ভেন্যু বহাল রাখার প্রত্যাশা করছেন জেলার ক্রিকেটাররা। তাদের শঙ্কা, ভেন্যু বাতিল হলে ফুটবলসহ অন্যান্য আয়োজনে নষ্ট হতে পারে ক্রিকেটের জন্য মানসম্মত এ মাঠ।
সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে বিসিবি মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছিল বিসিবি দক্ষিণাঞ্চল।
এমএম/