ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল-মুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করেছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুই অভিনয়শিল্পীর বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী মনিরা মিঠু। 

নিজের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা জামিল হোসেন। ফেসবুকে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। তারপরই ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়াসহ আরও অনেকে।

রোববার (৬ এপ্রিল) ফেসবুকে জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও আপলোড করেন তিনি।

 ভিডিওতে দেখা যায়, লাল শাড়িতে কনে সেজেছেন মুনমুন। সাদা আর সোনালী রংয়ের শেরওয়ানি পরে বর সেজেছেন জামিল।
 
এ ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী মিঠু লেখেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।
 
রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় বিয়ের আসর বসে জামিল ও মুনমুনের। বিয়ের পর শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এ নতুন জুটি।
 
অল্প সময়ের মধ্যে টিভি নাটকে অভিনয় করে দর্শক পরিচিতি পান মুনমুন। অন্যদিকে ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী হয়ে দর্শক নজরে পড়েন জামিল।
 
এরপর অভিনয়ে ক্যারিয়ার গড়েন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি ‘আয়নাবাজি’, ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন এ অভিনেতা। 


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি