ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিয়ে করলেন সেরেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:০০, ১৮ নভেম্বর ২০১৭

বাগদান সম্পন্ন হয়েছিলো গত বছর ডিসেম্বরেই। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে সেরেনা-ওহানিয়ানের সংসারে আসে প্রথম সন্তান। কন্যাসন্তান ঘর আলোকিত করার পরই বিয়ের ঘোষণা দেন সেরেনা উইলিয়ামস। অবেশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডডিটের সহ-প্রতিষ্ঠাতা শিল্পপতি অ্যালেক্সিস ওহানিয়ানকে বিয়ে করলেন ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন এই টেনিস তারকা।

আমেরিকার নিউ অরলিন্স অঙ্গরাজ্যের কনটেম্পোরারি আর্টস সেন্টারে এক জমজমাট অনুষ্ঠানে বিয়ের কাজ শেষ হয় সেরেনার। অনুষ্ঠানে ব্যয় হয়েছে ১০ লাখ ডলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগ ম্যাগাজিনের কিংবদন্তি সম্পাদক অন্না উইনট্যুর, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দিশিয়ান, অভিনেত্রী এভা লঙ্গোরিয়া, গায়ক কিয়ারা, ক্যারলিন ওয়াজনিয়াকি, কেলি রাউল্যান্ড, কারাসহ ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।

৩৪ বছর বয়সী ওহানিয়ানের সাথে ৩৬ বছর বয়সী সেরেনার পরিচয় হয় ২০১৫ সালে রোমে। প্রথম দেখাতেই একে অপরকে ভালো লাগে। সেই ভালো লাগা থেকে প্রণয়। তাই বিলম্ব না করে আংটিও বদল করে ফেলেন।

সেরেনা সর্বশেষ গ্র্যান্ডস্ল্যাম জেতেন গত বছরের শুরুতে। সন্তানের সুষ্ঠু জন্মদানের কথা ভেবে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর আর কোর্টে নামেননি তিনি। এবার হয়তো দ্রুতই কোর্টে নেমে পড়বেন সেরেনা।

 সূত্র : ডেইলি মিরর

এমআর

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি