ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিয়ে করেছেন অ্যাশলে বার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ৩১ জুলাই ২০২২

বিয়ে করেছেন সাবেক টেনিস তারকা অ্যাশলে বার্টি। গ্যারি কিসিক নামের একজন পেশাদার গলফার তার বর। ২০১৬ সালে অ্যাশ ও গ্যারির সাক্ষাৎ হয়। পরের বছরই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। 

চলতি মাসের শুরুর দিকে বিয়ে হলেও তা এতদিন গোপনই ছিল। শনিবার রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা অ্যাশলে বার্টি। 

ছবির সঙ্গে ক্যাপশন লিখেছেন, ‌‘স্বামী ও স্ত্রী’। 

ছবির প্রকাশ্যে আনার পর সবাই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

বিয়েতে পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন। অনেকটা ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়। 

নিউজিল্যাল্ডের গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, কুইন্সল্যান্ডে চলতি মাসের শুরুতে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়েতে সুজান হাওয়ার্ডের পোশাক পরেছিলেন অ্যাশলে বার্টি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি