ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিয়ে স্বাস্থ্যের জন্য বিয়ে কতটা জরুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৫৬, ১৫ জুলাই ২০১৭

বিয়ে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিয়ের ভালো-মন্দ নিয়ে আছে নানা রকমের গবেষণা ও গুঞ্জন। সেই  সাথে আছে নানান রসালো আলোচনাও। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের হৃদপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই জরুরি একটি বিষয়।

বিয়ে হৃদরোগের ঝুঁকি, উচ্চ রক্তচাপের ঝুঁকি আর ডায়াবেটিস এর প্রবণতা কমায়।

প্রায় পাঁচ লাখ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার পরও বিবাহিত মানুষেরা অবিবাহিতদের তুলনায় ১৬ শতাংশ বেশি বেঁচে থাকেন।

এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভোগা বিবাহিত রোগীরাও অবিবাহিতদের চেয়ে বেশি দিন বাঁচেন বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের সকলেরই উচ্চ রক্তচাপ, কোলেস্টরেল এবং ডায়াবেটিস রয়েছে। তিন ধরণের হৃদরোগ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এই মানুষেরা।

গবেষণা চালানো হয়েছে ১৩ বছর সময় ধরে। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রেমময় একজন জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে উৎসাহ জোগান।

যদিও এ বিষয়ে কোনো প্রমাণ নেই তাদের হাতে। তবে, আলাদা থাকছেন এমন দম্পতি, ডিভোর্সড এবং বিধবা ও বিপত্নীকদের ক্ষেত্রে কী হয়, তা এই গবেষণায় দেখানো হয়নি।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি