ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের তিন মিনিটের মধ্যে ডিভোর্স!

প্রকাশিত : ১৬:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সদ্য সই করেছেন বিয়ের কাগজে। তিন মিনিটের মধ্যেই ডিভোর্স! কুয়েতে ঘটে যাওয়া এই ঘটনা কি বিশ্বের ইতিহাসে সব থেকে কম সময়ের দাম্পত্য?

বিয়ের তিন মিনিটের মাথায় এই ডিভোর্সের পিছনে রয়েছে কয়েকটি হোঁচট। বিয়ের আসরে নববধূ কয়েক বার হোঁচট খেতেই বরের মুখ দিয়ে বেরিয়ে আসে ‘স্টুপিড’ শব্দটি। ব্যস। তাতেই ধুন্ধুমার। মহাখাপ্পা হয়ে কনে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন। আদালতে বিয়ে করতে ঢুকেছিলেন যুগল। বেরিয়ে এলেন ডিভোর্স করে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘খলিজ টাইমস’ জানাচ্ছে, এই ঘটনায় কনের রাগ প্রকাশ পেলেও বরের কোনও প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি। ইন্টারনেটে এই খবর ছড়িয়ে পড়লে নেটিজেনরা এককাট্টা হয়ে কনেকেই সমর্থন করছেন।

অনেকেই বলেছেন, বর বাবাজি যে বদমেজাজি, তা বিয়ের তিন মিনিটের মধ্যেই টের পাওয়া গেছে। আর তাই দেরি না করে কনে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা একেবারেই যথাযথ। বিয়ের প্রথম রাতে বিড়াল মারার প্রবাদটি এখানে একটু বাড়াবাড়িসহ উপস্থিত। এ থেকে নতুন কোনও প্রবাদ জন্মাতে পারে বলেও অনেকে মন্তব্য করেছেন।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি