ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১ জুন ২০১৭ | আপডেট: ১৩:০১, ৪ জুন ২০১৭

হঠাৎ জনপ্রিয়তার তুঙ্গে উঠলেন বাহুবলী সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করা ভারতের দক্ষিণের তারকা প্রভাস। দেশ-বিদেশের অন্তত ছয় হাজার তরুণী তাঁকে বিয়ে করতে উদ্গ্রীব বিয়ের প্রস্তাবও পেয়েছেন অনেক। কিন্তু প্রভাস তাতে কান দেননি যেকারণে প্রশ্ন ওঠে, তবে কি প্রভাসের কোনো গোপন প্রণয় আছে?

এতোসব জল্পনার মধ্যে হঠাৎ কলকাতার গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রভাস বিয়ের পিঁড়িতে বসছেন। দিন-তারিখ ঠিক না হলেও আগামী বছর তিনিসিঙ্গেলথেকেডাবলহচ্ছেনকিন্তু কে সেই পাত্রী, ‍যিনি প্রভাসের গলায় মালা পরাবেন?

বলা হচ্ছে, ভাগ্যবান পাত্রী হলেন রাশি সিমেন্ট কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি ভূপতি রাজুর নাতনি। তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলছেনবাহুবলী প্রভাস

তবে বিয়ে নিয়ে খবর প্রকাশের পর প্রভাস কোনো প্রতিক্রিয়া জানাননিশিল্পপতি ভূপতি রাজুর পরিবারের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে এ খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি