ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিয়ের ফুল: জর্ডানের পানি মেখে পবিত্র মের্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৮ মার্চ ২০১৮

জর্ডানের নদীর পানি গায়ে মেখে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন ব্রিটেনের রাজপরিবারের হবু বধূ মেগান মের্কেল। রাজপরিবারের বধূ হিসেবে অভিষেকের পূর্বে জর্ডান নদীর পানি গায়ে মেখে পবিত্র হয়েছেন বিচ্ছেদপ্রাপ্ত মেগান মের্কেল।

বৃটিশ রাজবধু হবেন। তাই অত্যন্ত গোপনীয় এক অনুষ্ঠানে ধর্মান্তরিত হলেন যুক্তরাষ্ট্রের আলোচিত অভিনেত্রী মেগান মার্কেল। প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোটছেলে প্রিন্স হ্যারির ঘরে বউ হয়ে আসছেন তিনি। তাই মঙ্গলবার চ্যাপেল রয়েলে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলেন মেগান। তবে এ কাজটি খুব গোপনে সেরেছেন রাজপরিবারের সদস্যরা।

ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, চ্যাপেল রয়েলে এক আর্চবিশপ মেগান মের্কেলের গায়ে জর্ডান নদীর পানি ছিটিয়ে দেন। এর মাধ্যমে মেগানকে পবিত্র করা হয়। এ রীতিকে বলা হয় ‘ব্যাপ্টিসাইজ’। এ সময় মেগানের পাশে ছিলেন হবুস্বামী প্রিন্স হ্যারি। আর তাকে ব্যাপ্টিসাইজ করেন আর্চবিশপ অব ক্যান্টারবারি। অত্যন্ত গোপনে নিরাপত্তার সঙ্গে চার্চ অব ইংল্যান্ডে অনুষ্ঠান সম্পন্ন করতে সময় লাগে ৪৫ মিনিট। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন প্রিন্স হ্যারির পিতা প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়াল এবং প্রিন্স হ্যারির সৎমা ক্যামেলিয়া।

তবে প্রিন্স হ্যারির বড়ভাই প্রিন্স উইলিয়াম বা রানী দ্বিতীয় এলিজাবেথ এতে উপস্থিত ছিলেন না। জানা যাচ্ছে, আগামী দু’মাসের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন প্রিন্স হ্যারি-মেগা মের্কেল দম্পত্তি। তিনি যুক্তরাষ্ট্রের বিচ্ছেদপ্রাপ্ত একজন অভিনেত্রী। তারপর তাকে বৃটিশ রাজপরিবারের অনেক কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ৬২ বছর বয়সী আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

সূত্র: বিবিসি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি