ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের মণ্ডপে বাস চালিয়ে হাজির কনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে বর। সঙ্গে ব্যান্ডপার্টি, বেশ কয়েক জন বন্ধু, পরিজন। দৃশ্যটা এ দেশে যথেষ্টই পরিচিত। কিন্তু বিয়ের মণ্ডপে সটান বাস চালিয়ে হাজির হলেন কনে, এরকম কি দেখেছেন বা শুনেছেন কখনও? চমকে দেওয়া এই ঘটনাটিই ঘটেছে চীনে।

মঙ্গলবার চীনা গণমাধ্যম পিপলস ডেইলি একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন কনে। পাশে বসে রয়েছেন বর। কেন এরকম অভিনব সিদ্ধান্ত?

ওই তরুণী আসলে পেশায় এক জন বাস চালক। তাই বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছেন তিনি। তাঁর কথায়, “মানুষ গ্রিন ট্রাভেল পছন্দ করেন। তাই আমি আমার বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছি। পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে কম কার্বন ছড়ায় বাসের মাধ্যমেই। আর তা ছাড়া আমি নিজে বাসচালক।”

সূত্র: পিপলস ডেইলি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি