ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বীরপ্রতীক কাঁকন বিবির চরিত্রে সিমলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৮ জুলাই ২০১৮

বীরপ্রতীক কাঁকন বিবি হয়ে পর্দায় আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী, নায়িকা সিমলা। এফডিসিতে ইতিমধ্যে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক শহীদুল হক খান।
পরিচালক বলেন, ‘আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে প্রায় প্রতিবছরই সিনেমা নির্মাণ হয়েছে। কিন্তু সেই যুদ্ধে নারীদের ভূমিকায় খুব ভালোভাবে তুলে ধরা হয়নি। অথচ কাঁকন বিবির মতো অনেক নারী মুক্তিযোদ্ধা আছেন, যাঁরা দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন। কখনো কখনো পুরুষের চেয়ে সাহসী ভূমিকা পালন করেছেন নারীরা। আমরা এই সিনেমার মধ্য দিয়ে নতুন করে মুক্তিযুদ্ধকে তুলে ধরব। আশা করি, সিনেমাটি সবার কাছে ভালো লাগবে। আমাদের প্রজন্ম জানতে পারবে নারীদের অংশগ্রহণের কথা।’
সিমলা বলেন, ‘এমন একটি কাজের সঙ্গে আমি যুক্ত হতে পারব, তা আগে কখনো চিন্তা করিনি। আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ভাগ্য যে কাঁকন বিবি চরিত্রে আমি কাজ করতে পারছি। আমি এমনিতেই কাজ একটু কম করে থাকি। তবে কাঁকন বিবির মতো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকি।’
নিজের চরিত্র নিয়ে সিমলা আরও বলেন, ‘এই সিনেমাতে আমি তিনটি গেটআপ নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবো। প্রথমে আমি একজন কিশোরী, তারপর যুবতী এবং শেষে আমি বৃদ্ধ কাঁকন বিবি। আমি এরই মধ্যে নিজের চরিত্র নিয়ে গবেষণা করছি। কিশোরী ও যুবতীদের আচরণ আমি জানি। বৃদ্ধদের আচরণ এমনিতে জানি, কিন্তু এখন সূক্ষ্মভাবে তা পর্যবেক্ষণ করছি। আর মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে অনেক সিনেমা আমি দেখেছি, কিন্তু এই সিনেমার চরিত্র ও গল্পগুলো আমার কাছে একেবারেই নতুন মনে হচ্ছে। আমার কাছে মনে হয়, দর্শক নতুন কিছু দেখবে।’
সিনেমাতে সিমলা ছাড়াও অভিনয় করছেন নবাগত অঞ্জলী সাথি।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি