ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বুদ্ধিজীবী মুহাম্মদ সলিম উল্লাহ`র সহধর্মিণীর প্রয়াণে প্রজন্ম ৭১-এর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৮ জুলাই ২০২৩ | আপডেট: ১৬:৫৪, ৮ জুলাই ২০২৩

শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ সলিমউল্লাহ'র সহধর্মিণী বেগম জেবুন্নেছা সলিমউল্লাহ-র প্রয়াণে প্রজন্ম ৭১ গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে। 

শনিবার (৮ জুলাই) ভোর ৬টায় ৯৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদী মুহাম্মদ এবং বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রজন্ম ৭১-এর কার্যনির্বাহী সদস্য শিবলী মুহাম্মদ-এর মা।
 
রোববার (৯ জুলাই) বাদ আসর মোহাম্মদপুর জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

শহীদ জায়া জেবুন্নেছা সলিমউল্লাহর ১০ সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে আগেই প্রয়াত হয়েছেন।  
মায়ের জীবনাবসানে তাদের পরিবারে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, সেজন্য প্রজন্ম ৭১-এর শহীদ সন্তানরা গভীর সমবেদনা প্রকাশ করছে। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি