ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুধবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর কিছু এলাকায় বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিতাস গ্যাস কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য বুধবার (৭ ডিসেম্বর)  বেলা ১টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত ১১ ঘণ্টা রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার, বাড্ডা, খিলবাড়িরটেক এলাকায় গ্যাস থাকবে না।

একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি