ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বুবলির ঈদ উত্তেজনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৬ জুন ২০১৮

এবারের ঈদেও দর্শক মাতাতে সিনেমা হল দখল করছেন চিত্রনায়িকা শবনম বুবলি। সুপার হিরো ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া শিরোনামের দুটি সিনেমা নিয়ে প্রস্তুত তিনি। আশিকুর রহমানের ‘সুপার হিরো সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা গেছে। অপরদিক উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া অলরেডি সেন্সর ছাড়পত্র পেয়েছে। দুটি সিনেমাতেই বুবলির নায়ক শাকিব খান। ঈদে নিজের এই উপস্থিতি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ও উত্তেজিত নায়িকা।

যদিও ‘সুপার হিরো’ সিনেমাটি নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। কারণ এই সিনেমার শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। অভিযোগ উঠেছে, দেশের বাইরে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়নি। সে কারণে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে সিনেমার নায়িকা বুবলি আশা করছেন, অনিশ্চয়তা কাটিয়ে এই ঈদেই মুক্তি পাবে ‘সুপার হিরো’।

মুক্তির অপেক্ষায় থাকা ‘সুপার হিরো’ নিয়ে বুবলি বলেন, ‘‘সুপার হিরো’ ঈদকে টার্গেট করেই বানানো হয়েছে। শুরু থেকেই আমরা জানতাম বিষয়টা। সম্পাদনার কাজও চলছে। আমি এখনো আশাবাদী যে, সুপার হিরো ঈদে আসবে।’

তিনি আরও বলেন, ‘‘সুপার হিরো’ অ্যাকশন-থ্রিলার ঘরানার দেশপ্রেমনির্ভর সিনেমা। সিনেমাটির জন্য আমাকে ফাইট শিখতে হয়েছে। একেবারেই ভিন্নধারার সিনেমা সুপার হিরো।’

অপরদিকে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ প্রসঙ্গে বুবলি বলেন, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ সিনেমাটির সেন্সর হয়ে গেছে। ইতিমধ্যে প্রস্তুত ঈদে মুক্তির জন্য। এটি কমেডি-রোমান্টিক ঘরাণার। এই প্রথম কোনো কমেডি ঘরানার সিনেমা করলাম। এ জন্য আমাকে কষ্ট করতে হয়েছে। শিখতে হয়েছে আঞ্চলিক ভাষা। ঈদের এই ছবিতে অন্যরকম বুবলীকে দেখবেন দর্শকরা।’

শাকিব খানকে নিয়ে তিনি বলেন, ‘শাকিব খান এ সিনেমায় চিটাগাইঙ্গা পোয়া। তিনি নিঃসন্দেহে বড় মাপের অভিনেতা। এর আগে তিনি অন্যান্য অঞ্চলের ভাষার সিনেমাতে অভিনয় করেছেন। এ সিনেমাতেও শাকিব খান খুব ভালো করেছেন। অভিনেতা হিসেবে সবসময় তিনি নিজেকে প্রমাণ করেছেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ সিনেমাতেও দর্শকরা তাকে আরও একবার পছন্দ করবে। অন্যদিকে, আমার গ্রামের বাড়ি নোয়াখালী হলেও জন্ম ও বেড়ে উঠা ঢাকায়। তাই চরিত্রটি একটু বেশিই চ্যালেঞ্জিং ছিল। সবার ধারণা, আমার বাড়ি তো নোয়াখালী, আমি পারব। আসলে ব্যাপারটা তা ছিল না। ভাষাটি রপ্ত করতে আমারও সময় লেগেছে। যখন সংলাপ বলছিলাম সেটের সবাই খুব হাসছিল ও মজা পাচ্ছিল।

বর্তমান ব্যস্ততা নিয়ে বুবলি বলেন, ‘কয়েকদিন ধরে কক্সবাজার ছিলাম। ‘ক্যাপ্টেন খান’র শুটিং ছিল সেখানে। গত মার্চে এফডিসিতে এ সিনেমার শুটিং শুরু হয়। এখন দ্বিতীয় লটের কাজ শেষ করলাম কক্সবাজারে। আর সিনেমাটির গানের শুটিং হবে ঈদের পর। তবে এখনও গানের লোকেশন ঠিক হয়নি, ঈদের পর সবকিছু ঠিক করা হবে।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি