ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বুবলীকে ছাড়তে পারছেন না শাকিব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এ সময়ের আবেদনময়ী নায়িকা বুবলীকে ছাড়তে পারছেন না শাকিব। তাকে ঘিরে পারিবারিক জীবনে শাকিবের নানা টানাপোড়েন গেল। তবুও নির্মাতারা মনে করছেন বুবলিই শাকিবের সেরা জুটি। তাই ফের জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী।


উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে তাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবির মাধ্যমে পঞ্চমবারের মতো তাঁরা জুটি বাঁধলেন। আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।


প্রসঙ্গত, বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরেই। শাকিব অপুর বিয়ের খবর প্রকাশ হওয়ার সময় সেটি আরও জোরালো হয়। অপু চান না শাকিব বুবলীর সঙ্গে অভিনয় করুক। সম্প্রতি বুবলীর ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিষয়টি আবারও সামনে চলে আসে। এসবের পরও এই জুটির স্থায়ীত্ব চাইছেন নির্মাতারা।


সেলিম খান গণমাধ্যমকে বলেন, আমরা সম্প্রতি ছবিতে শবনম বুবলীকে চুক্তিবদ্ধ করেছি। বিষয়টি আমাদের আগেই চূড়ান্ত করা ছিল। এখন শুধু প্রাতিষ্ঠানিকভাবে চুক্তি করলাম।

শাকিব খানের সঙ্গে ছবির চুক্তি হয়েছে কি না জানতে চাইলে সেলিম খান বলেন, শাকিব খানের সঙ্গে আমরা আগেই চুক্তি করেছি। এই ছবির নায়িকা হিসেবেও বুবলীর বিষয়ে আগেই কথা হয়েছে। বুবলীর সঙ্গে গল্প নিয়ে আগেই কথা বলেছিলাম।

কবে থেকে শুটিং শুরু হবে—জানতে চাইলে প্রযোজক বলেন, চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় ফিরবেন শাকিব খান। ২৫ তারিখ থেকে ‘আমি নেতা হবো’ ছবির শুটিং শুরু হবে। তারপর এই ছবির শুটিং শুরু করব। আগামী মাসের মাঝামাঝি ছবির শুটিং শুরু করতে পারব বলে আশা করি।

ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর ছবির গল্পের প্রশংসা করেছেন বুবলী। তিনি বলেন, ‘ছবির গল্পটা একটু আলাদা। আমার এর আগের ছবিগুলো থেকে এই ছবির গল্প ভিন্ন। দর্শক ভিন্ন কিছু পাবে।’




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি