বুরকিনা ফাসোয় সন্দেহভাজন জিহাদিদের হামলায় ৪২ জন নিহত
প্রকাশিত : ১১:৫৮, ১৭ এপ্রিল ২০২৩
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় অন্তত ৩২ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক ও ১০ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন।
কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ওয়াহিগুয়া গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, অরেমা গ্রামের কাছে শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় অজ্ঞাত সশস্ত্র লোকেরা সৈন্য ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি বিচ্ছিন্ন দলের ওপর হামলা চালায়।
সেনাবাহিনী বলছে, এ হামলায় আট সৈন্য ও ৩২ স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। এছাড়া পাল্টা হামলায় অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।
এদিকে রোববার কংগুসি অঞ্চলে সেনাবাহিনীর অপর এক বিচ্ছিন্ন দলের ওপর হামলায় দুই সৈন্য নিহত হয়েছে বলে একই সূত্র জানিয়েছে। এ সময়ে পাল্টা হামলায় প্রায় ২০ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।
উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক জান্তা বৃহস্পতিবার আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে জড়িত জিহাদিদের রক্তাক্ত হামলা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা দেয়ার লক্ষ্যে ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছিল।
সুত্রঃ বাসস
এসবি/
আরও পড়ুন