ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

বুর্কিনা ফাসোতে সন্ত্রাসীদের গুলিতে ১৭জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৯, ১৭ আগস্ট ২০১৭

হামলায় আহত ও আতঙ্কিত এক নারীকে ঘিরে রেখেছে লোকজন। ছবি : বিবিসি

হামলায় আহত ও আতঙ্কিত এক নারীকে ঘিরে রেখেছে লোকজন। ছবি : বিবিসি

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।  তবে, নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিনিউয়ে স্থানীয় সময় রোববার রাত নয়টার কিছু পরে তিন বন্দুকধারী গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। খবর বিবিসিরি।

শহরের একটি হাসপাতাল জানিয়েছে, নিহতদের একজন তুরস্কের নাগরিক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোয়ামি নক্রুমাহ এভিনিউয়ে রোববার রাত নয়টার কিছু পরে গোলাগুলি শুরু হয়। সেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তোরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করে হঠাৎই তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে পুরো শহর ঘেরাও করে রাখে।

উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে। বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশংকা করা হচ্ছে।


গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে জিহাদি হামলায় ৩০জন নিহত হয়েছিল। আল কায়েদা ওই হামলার দায় স্বীকার করেছিল।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি