বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান (ভিডিও)
প্রকাশিত : ১২:৩৫, ৩১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৩৬, ৩১ জানুয়ারি ২০১৯
কেরানিগঞ্জের বুড়িগঙ্গা তীরের কামরাঙ্গীরচর ও খোলামোড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে বিআইডব্লিউটিএ। গত ২দিনের অভিযানে বহুতল ভবনসহ ৩’শর বেশী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
প্রাথমিকভাবে বুড়িগঙ্গা তীরে ৬’শ অবৈধ স্থাপনা চিহ্নিত করার পরই এই অভিযান।
হাইকোর্টের নির্দেশেই ভ্রাম্যমান আদালত গুড়িয়ে দিচ্ছে অবৈধ এসব স্থাপনা। নদী দখল করে গড়ে ওঠা বহুতল ভবনও বাদ যায়নি।
নদী তীরের বাসিন্দাদের দাবী, পৈতৃক সুত্রেই জমিগুলো তাদের। কেউ কেউ আবার কোনো নোটিশ না দিয়েই হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা নদী বন্দরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলছে।
সিংক
১৯ ফেব্র“য়ারি পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ সব স্থাপনা গুড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
আরও পড়ুন