ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বুয়েট ছাত্র আবরার হত্যা: ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:০২, ৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:২৮, ৭ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরী, অপরাজেয় বাংলা, ব্যবসায় শিক্ষা অনুষদ ও ভিসি চত্বর হয়ে বুয়েট ক্যাম্পাসের দিকে যায়। পরে মিছিলে বাধা দেয় পুলিশ।

পরে বুয়েটের শেরে বাংলা হলে যেতে চাইলে সেখানে পুলিশ ফের বাধা দেয়। এসময় রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আকতার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘হলে হলে সন্ত্রাস রুখে দাড়াও ছাত্র সমাজ’, ‘দিয়েছি রক্ত, আরো দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘শিক্ষা, ছাত্রলীগ, একসাথে চলে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় তারা এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

উল্লেখ্য, ফেইসবুকে ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা করে স্ট্যাটাস দেন আবরার। এর জেরে সোমবার রাতে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি