ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বৃটিশ ডাক্তার দেশ ঘুরে ঘুরে বিনামূল্যে দিচ্ছেন চিকিৎসা সেবা

প্রকাশিত : ০৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

দাতব্য চিকিৎসা সেবার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু, যদি এমন হয় যে, দেশ ঘুরে ঘুরে কেউ বিনামূল্যে রোগ সারাবেন মানুষের ! অবাক হতেই হয়, যখন বৃটিশ ডাক্তার স্টিভেন ফেবস এই ব্রতটিই পালন করে আসছেন গেলো ৬ বছর ধরে। বলার অপেক্ষা রাখে না ডাক্তার স্টিভেন ফেবস একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারি। নিজের চিকিৎসাবিদ্যাকে যিনি কাজে লাগিয়েছেন ছয়টি মহাদেশের ৭৩টি দেশে, তাকে অসাধারণ বলতে বাধা নেই। এই কাজটি করতে গিয়ে বহু অসাধ্য সাধন করেছেন। বহু ঘটনার সাক্ষী হয়েছেন। মিশরে পড়েছিলেন ডাকাতদের কবলে। ইকুয়েডরে ছুরিকাহত হয়েছিলেন। পা ভেঙে হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে। মুখোমুখি হয়েছেন প্রাণঘাতি মাকড়সা, বিছে ও গোখরা সাপের। মজার ব্যাপার হলো, বাইসাইকেলে চেপে ছয় বছর ধরে ঘুরে বেরিয়েছেন ৬টি মহাদেশের ৭৩টি দেশ; সব মিলিয়ে ৫৩ হাজার ২৮৫ মাইল। পথে পথে দিয়ে গেছেন বিনামূল্যে চিকিৎসা সেবা। শুরুটা হয়েছিলো ২০১০ সালের জানুয়ারিতে। মানবতার কল্যাণে ছেড়েছেন পরিবার, ছেড়েছেন প্রিয়জন। বিভিন্ন দেশের অসহায়, অবহেলিত ও গুরুতর রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। পাশাপাশি নিজ দেশের এক দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করেছেন। বিরল দৃষ্টান্ত সৃষ্টি করা মানুষটি তার দাতব্য সংস্থার জন্য ২৯ হাজার ডলার সংগ্রহ করেছেন। আর ক’দিনেই শেষ হবে তার ভ্রমণ। বাড়ি ফিরেই কাজে যোগ দিবেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি