ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বৃদ্ধ মা-বাবার ভরন পোষনের বিষয়টিও আইনে গড়িয়েছে

প্রকাশিত : ১০:২২, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:২২, ১৪ আগস্ট ২০১৬

সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছোট হয়েছে পরিবার। পারস্পরিক সম্পর্কেও এসেছে পরিবর্তন। এখন বৃদ্ধ মা-বাবার ভরন পোষনের বিষয়টিও আইনে গড়িয়েছে। তবে পিতা-মাতার ভরণ পোষণ আইন সম্পর্কে অনেকেরই স্পষ্ট কোনো ধারণা নেই। আর বাবা-মার প্রতি দায়িত্ব পালনে আইনের চেয়ে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর জোর দিয়েছেন আইনজীবী ও সমাজবিজ্ঞানীরা। এ বয়সে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা। সময় কাটছে বৃদ্ধাশ্রমের আবদ্ধ গন্ডির ভেতরে। বড় ¯েœহে পরম মমতায় সন্তানদের বড় করে একসময় বৃদ্ধ বাবা- মা সন্তানের কাছে হয়ে যান বোঝা। তারপরও সন্তানের বিরুদ্ধে অভিযোগও নেই অনেকের। আড়াল করতে চান বুকের ভেতর জমাট বাধা কষ্টের কথাগুলো। দিনে দিনে যৌথ পরিবার পরিণত হয়েছে একক পরিবারে। এমনকি সন্তানরা ভুলে যাচ্ছে মা-বাবার মায়ার বাঁধন। এ অবস্থায় সরকার ২০১৩ সালে বাবা-মার ভরন-পোষন আইন পাশ করে। তবে এখনো আইন সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। মামলার খরচ যোগানো আর সন্তানদের বিরুদ্ধে বলতে না চাওয়া আইনটি কার্যকরে বাধা বলে মনে করছেন এই মানবাধিকার আইনজীবী। সমাজবিজ্ঞানীরা অবশ্য বলছেন, মা-বাবার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের চেয়ে সামাজিক মূল্যবোধই বেশি জরুরী। আইনটি সময়োপযোগী হলেও অসহায় ও সহায়-সম্বলহীন বৃদ্ধ বাবা-মার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মানুষকে সজাগ করার সময় এসেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি