ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বৃদ্ধাকে আস্ত গিলে খেয়েছে অজগর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ১৭ জুন ২০১৮

বিরল ঘটনা! ৫৪ বছর বয়সী এক বৃদ্ধাকে আস্ত গিলে ফেলল অজগর। এমনই খবর মিলল ইন্দোনেশিয়ার মুনাদ্বীপে। গত বৃহস্পতিবারের ঘটনা এটি।

নিহতের পরিজনেরা জানাচ্ছেন, বাগানে কাজ করতে গিয়েছিলেন ওয়া। তারপর থেকেই কোনও খোঁজ পাওয়া যায়নি তার।

হামকা নামে এক পুলিশ অফিসার জানাচ্ছেন, বাগানের মধ্যে ২৩ ফুট লম্বা এক অজগরকে দেখতে পান স্থানীয়রা। মরার মতো সাপটি শুয়ে থাকায় সন্দেহ হয় তাদের। অনুমানের বশেই সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেয় ওই মহিলার পরিজনেরা। তাদের অনুমান যে অহেতু নয়, পেট কাটার পরই বোঝা যায়। একেবারে অবিকৃত অবস্থায় ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয় বলে দাবি পুলিশের।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বৃদ্ধার খোঁজে চিরুনি তল্লাসি চালায় কমপক্ষে একশো গ্রামবাসী। মহিলার চপ্পল উদ্ধার হওয়ার ৩০ফুটের মধ্যে ওই সাপটিকে দেখা যায়। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে প্রায়শই  গবাদি পশু খেতে দেখা যায় অজগরকে। কিন্তু কোনও মানুষকে এভাবে আস্ত গিলে ফেলার ঘটনা বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর মার্চে সুলাওয়েসি দ্বীপে এমন এক অজগরের খপ্পরে পড়ে প্রাণ হারান একজন।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি