ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বৃষ্টি আইনে জয় পেল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১৯ আগস্ট ২০২৩

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ২ রানে জিতলো ভারত।

ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে বুমরাহ-বিষ্ণয়দের বোলিং তোপে বিপাকে পড়ে আইরিশরা। ৩১ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৫ উইকেট। 

সেখান থেকে ক্রাটিস চাম্পারের ৩৯ ও ব্যারি ম্যাককার্থির ৫১ রানের ইনিংসে ৭ উইকেটে ১৩৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা। 

প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৪ ওভার বল করে ২৪ রান খরচায় ২ নিয়েছেন বুমরাহ। এছাড়া প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণয় নিয়েছেন ২টি করে উইকেট। 

এরপর ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর নামে বৃষ্টি। তখন ভারতের রান ৪৭। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি না থামলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২ রানের জয় নিশ্চিত হয় ভারতের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি