ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৭ ডিসেম্বর ২০২৩

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় শুরুতে পণ্ড হয় দিনের প্রথম ও দ্বিতীয় সেশন। পরে বৃষ্টি না থামায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় আম্পায়াররা। 

বৃহস্পতিবার বেলা ১:৪৫ মিনিটে বৃষ্টির অবস্থা থেকে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সকাল ৯:৩০ মিনিটের পরিবর্তে ৯.১৫ মিনিটে শুরু হবে।

বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। 

এর আগে, ব্যাটসম্যানদের হতাশা আর স্পিনারদের রাজত্বে শেষ হয় ঢাকা টেস্টের প্রথম দিন। সেন্টনার-ফিলিপসের ঘূর্নিতে ২শ’ও করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পরেও মিরাজ-তাইজুলের বোলিং তোপে লিডের সম্ভাবনা জাগিয়েই প্রথম দিন শেষ করে টাইগাররা। 

৫৫ রানে ফিরেছে কিউইদের ৫ ব্যাটার। একই দিনেই পড়েছে দুই দলের ১৫টি উইকেট। এরমধ্যে স্পিনাররাই নিয়েছে ১৪টি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি