ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টিপাত অব্যাহত, পায়রা বন্দরে সতর্ক সংকেত

কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গভীর নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। 

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ২২১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। 

দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী ও বর্ষাকালীন সবজি চাষীরা। 

এদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। বাতাসের চাপও বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।

তাই পটুয়াখালীর পায়রাসহ সকল সমুদ্র বন্দরে আজও ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি