ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বৃষ্টির কারণে সিলেট-খুলনা ম্যাচ পরিত্যক্ত, শীর্ষে সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৫২, ১৫ নভেম্বর ২০১৭

মেঘলা আবহাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচটি। ফলে ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুদল। আজকের এক পয়েন্ট সিলেটকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে দিয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‍দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। সে ম্যাচটি নিয়েও তাই রয়েছে শঙ্কা। ম্যাচটা পরিত্যক্ত হলে এক পয়েন্ট পাবে ঢাকা। তেমনটা হলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে ঢাকা ডায়নামাইটন। সে ক্ষেত্রে আবার দুইয়ে নেমে আসবে সিলেট।

সূত্র : ক্রিকইনফো

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি