ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টির মধ্যে ভোট চলছে লক্ষ্মীপুরের দুই উপজেলায়

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ৮ মে ২০২৪ | আপডেট: ১০:৪০, ৮ মে ২০২৪

Ekushey Television Ltd.

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রথম ধাপে লক্ষ্মীপুরে দুটি উপজেলায় রামগতি ও কমলনগর ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিত ছিল খুবই কম। কেন্দ্রের মাঠে জমে রয়েছে পানি।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই উপজেলায় ভোটাররা ভোট দিচ্ছে ব্যালটে। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

এদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, রামগতি ও কমলনগর মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯শ’ ৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৬০ জন। নারী ১ লাখ ৮২ হাজার ৯শ’ ১২ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি