ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃহস্পতিতে পানির সন্ধান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মঙ্গল নিয়ে গবেষণার শেষ নেই নাসার। মার্কিন এ গবেষণা সংস্থা জানিয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে পানি পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বৃহস্পতির যে এলাকায় পানি পাওয়ার দাবি করেছেন সেটি হলো ‘গ্রেট রেড স্পট’। এই এলাকায় ৩৫০ বছরের বেশি সময় ধরে একটি ঘূর্ণিঝড় চলছে। এই ঝড়ের ওপরে থাকা মেঘেই পানির সন্ধান পাওয়া গেছে।

অ্যাস্ট্রোফিজিসিস্ট (জ্যোতির্বস্তুবিদ) গর্ডন বিজোরকারের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা বৃহস্পতির এই ‘গ্রেট রেড স্পট’ নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। সেখানে তাপ বিকিরণ খোঁজার সময় হঠাৎ টেলিস্কোপে জলের কণার তরঙ্গদৈর্ঘ্যরে সন্ধান পান বিজ্ঞানীরা।

পানির সঙ্গে কার্বন মনো-অক্সাইডের সন্ধানও পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিতে সূর্যের থেকে দুই থেকে নয় গুণ বেশি অক্সিজেন রয়েছে।

অনেকদিন ধরেই হিসাব-নিকাশে বৃহস্পতি গ্রহে পানি থাকার কথা বলে আসছিলেন বিজ্ঞানীরা। এবার বাস্তবে এর প্রমাণ মিলল।

বিজ্ঞানীরা বলছেন, বৃহস্পতির অনেকগুলো উপগ্রহে বরফ পাওয়া গেছে। তাই বৃহস্পতিতে পানি খুঁজে পাওয়া আশ্চর্যের কিছু নয়। বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ শক্তির কারণে সেখানে পানি থাকাটা অসম্ভব কিছু নয়। বৃহস্পতিতে থাকা পানি ও কার্বন মনো-অক্সাইড সন্ধান পাওয়ার পর বিজ্ঞানীরা জানাচ্ছেন গ্রহটিতে অনেক অক্সিজেন রয়েছে। তাই সেখানে পানিও রয়েছে।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক স্টিভেন এম লেভিন জানান, বৃহস্পতিতে পানির আধিক্য জানার বিষয়টি গ্রহটির গঠন সম্পর্কে আমাদের জানতে সাহায্য করবে।

গ্রহজুড়ে কতটা পানি আছে, তা জানাও জরুরি। পৃথিবীপৃষ্ঠ থেকে মহাকাশে পানির খোঁজ পাওয়ার বিষয়টি গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে। একই প্রযুক্তি কাজে লাগিয়েই শনি, ইউরেনাস ও নেপচুনেও পানি খোঁজার কাজ শুরু করতে পারেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি