বৃহস্পতিবার বিচারপতিদের সঙ্গে বসছেন আইনমন্ত্রী
প্রকাশিত : ১৭:৪৬, ৫ নভেম্বর ২০১৭
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আদালতকে এ বৈঠকের কথা জানান।
অ্যটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আমি আদালতকে জানিয়েছি, আদালতের সাথে মাননীয় আইনমন্ত্রী বসতে চান। জিনিসটা কীভাবে সমাধান করা যায়। টেনটেটিভলি আগামী বৃহস্পতিবার বসতে পারেন। এ মামলায় আমরা আবার চার সপ্তাহ সময় নিয়েছি।
শুনানি শেষে বিধিমালা গেজেট আকারে প্রকাশ নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
এমজে/ডব্লিউএন
আরও পড়ুন