ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২২ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৭:৫৩, ২২ অক্টোবর ২০২৪

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বৃহস্পতিবারের মধ্যে নিষিদ্ধ করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র গণজমায়েত থেকে এই আল্টিমেটাম দেয়া হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, “যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই”।

গণজমায়েতে অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, "আবারও যদি প্রয়োজন হয়, আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের উত্থান সহ্য করা হবে না।"

শহীদ মিনারের গণজমায়েতে বৈষম্যবিরোধী প্লাটফরমের কর্মীরা অবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে।

শহীদ মিনারের সমাবেশে সমন্বয়ক মি. মাসুদ বলেন, “রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন জনতার সঙ্গে প্রতারণা করছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুনি হাসিনা যেভাবে পালিয়েছেন, চুপ্পুকেও পালাতে হবে”।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি