ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বেইজিংয়ে শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৮ অক্টোবর ২০২৩

চীনে শুরু হয়েছে দু’দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্মেলন। এতে যোগ দিতে এখন বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক হওয়ার কথা। 

মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছানোর পর পুতিনকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি প্রথম কোনো বড় দেশে সফর পুতিনের। আজ দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা। 

এছাড়া ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া এবং লাওসের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পুতিনের। 

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করে চীন। যোগ দিচ্ছে ১শ’ ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। অংশ নেবে ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি