ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বেকারত্ব বেড়ে যাওয়ায় অসন্তোষ চীনের নবীন স্নাতকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৯ মে ২০২৩ | আপডেট: ১৫:৪১, ৯ মে ২০২৩

চীনে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে চীনা নবীন স্নাতকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ রয়েছে। যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে তারা নানা কঠিন বাস্তবতার সম্মুখীন হচ্ছে বলে তিব্বত প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড মহামারী বিধি নিষেধ প্রত্যাহারের পর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে গতি পেয়েছে। এই বছরের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে। কিন্তু যুব বেকারত্ব এখনও মাথা ব্যাথার কারণ হিসেবেই রয়ে গেছে।

চীনা সরকার এসব বেকার তরুণদের কাজের সুযোগ দেওয়ার পরিবর্তে তাদের ‘কায়িক শ্রমের’ কাজের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ওপরই বেকারত্মের দায় চাপাচ্ছে। তাদের পেশাগত উচ্চাকাঙ্ক্ষাকে একপাশে রেখে কায়িক শ্রমে যুক্ত না হওয়ার অভিযোগ তুলেছে সরকার।

কমিউনিস্ট ইয়ুথ লীগ গত মাসে পেশাগত চাহিদা বা আকাঙ্ক্ষার জন্য তরুণ স্নাতকদের সমালোচনা করেছে। তরুণদের তারা বলছে, ‘পরনের স্যুট খুলে শার্টের হাতা গুটিয়ে চাষের জমিতে যাও। 

অন্যদিকে কৃষিকাজের মত শ্রমসাধ্য কাজগুলোতে মানুষ প্রচুর অর্থ উপার্জন করছে বলে চীন সরকার প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে জানিয়েছে তিব্বত প্রেস।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি