ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেক্সিমকো কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫২, ১৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ২০:২৪, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে দুভোগ পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। 

শনিবার সকাল দশটা থেকে শ্রমিকেরা মহাসড়কে এসে অবরোধ শুরু করে।

জানা যায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। এ বেতন কারখানা কর্তৃপক্ষ দেয় দিচ্ছে বলে দিচ্ছে না। আজ সকালে কারখানায় এসে বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।

মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের এসি সুবীর কুমার সাহা জানান, সকাল দশটা থেকে শ্রমিকেরা মহাসড়ক এসে এই অবরোধ শুরু করে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ ২০ নভেম্বরের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দিলেও শ্রমিকেরা তা মানছে না।

এদিকে, বেতন পরিশোধের পর টিএনজেড কারখানার কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। গত বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি