ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশে কড়াকড়ি

প্রকাশিত : ১৭:২৩, ২৫ মে ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গ্রীষ্মকালীন অবকাশ, জুমাতুল বিদা, শবে-কদর ও পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ক্যাম্পাসে প্রবেশে কড়াড়ি আরোপ করা হয়েছে।

ক্যাম্পাসে প্রবেশে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বহিরাগতদের প্রবেশে বাঁধা দেওয়া হচ্ছে। ফলে ক্যাম্পাসে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছে অনেকেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার স্বার্থে এখন যাকে তাকে ঢুকতে দেয়া হবে না। ক্যাম্পাস যতদিন বন্ধ থাকবে ততদিন এ নিষেধাজ্ঞা বজায় থাকবে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি