ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেগমগঞ্জে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে বালুবাহী দুটি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকের হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব ঘটনাস্থলে নিহত হয়েছেন। 

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নাজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সজিব বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও সাকিব কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে।

এ ঘটনায় অজ্ঞাত চালক আহত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো-চ ১৩-৫২৮৯) চাকা পাংচার হলে নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোর ৪টার দিকে একই দিক থেকে বালু নিয়ে দ্রুত গতিতে আসা আরেকটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১২৮৫) নাজিপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। 
এ সময় দ্রুতগতির গাড়ির হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব ও অজ্ঞাত চালক গুরুতর আহত হন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাস্তায় পড়ে যাওয়া ট্রাকটির সামনের অংশ কেটে ভিতরে থাকা দুজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতের মধ্যে সজিব ট্রাকটির হেলপার ও সাকিব চালকের বন্ধু বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। 
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি