ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বেডরুম’ থেকে পাওলির সঙ্গী মৈনাক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কলকাতার নায়িকা পাওলি দাম খোলামেলা অভিনয় করে এরইমধ্যে আলোচনায় চলে এসেছেন। ‘মনের মানুষ’ ছবিতে এই নায়িকা বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হিসেবে প্রথমবার সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। শ্রীলংকার পরিচালক বিমুক্তি জয়াসুন্দরের দ্বিভাষিক ছবি ‘মাশরুম’-এ (ইংরেজি) পুরোপুরি বিবস্ত্র হয়ে দীর্ঘ চার মিনিটে একটি শয্যা-দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।


পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে ‘বেডরুম’ ছবি দিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা পাওলি দামের যাত্রা শুরু হয়েছিল। পাওলির ভাষ্য, মৈনাকের সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে তার। অভিনয় সেটে মৈনাকের সঙ্গ তাকে আনন্দ দেয়। এবারের পুজোয় মুক্তি পাবে মৈনাক-পাওলি জুটির তৃতীয় ছবি ‘চলচ্চিত্র সার্কাস’।

পাওলি জানান, নাম থেকেই বোঝা যাচ্ছে এ ছবি ডার্ক কমেডির। একটি ছবি তৈরি করতে বাস্তবে যে চরিত্রের প্রয়োজন হয়, এ ছবিতে সেসব চরিত্রকেই রেখেছেন পরিচালক। ছবিতে পাওলি একজন সহকারী পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন।

‘চলচ্চিত্র সার্কাস’ ছবিটিতে মানুষ বুঝতে পারবেন একজন সহকারী পরিচালকের জীবন ঠিক কেমন হয়, এমনটিই জানালেন পাওলি।

সূত্র : জিনিউজ।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি