বেতন থেকে অগ্রিম আয়কর কেটে নেয়ার পূর্ন সুফল মিলবেনা, এনবিআর-এর নজরদারি জোরদার না হলে
প্রকাশিত : ১৪:০৩, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০৩, ১২ আগস্ট ২০১৬
এনবিআর-এর নজরদারি জোরদার না হলে, বেতন থেকে অগ্রিম আয়কর কেটে নেয়ার পূর্ন সুফল মিলবেনা বলে জানিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি আয়কর ফাঁকি সম্পূর্ন বন্ধ করতে এ ব্যবস্থার অটোমেশনের পক্ষেও মত দিয়েছেন তারা। চাকরিজীবীদের বেতন দেয়ার আগে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে কর কেটে রেখে, তা এনবিআরএ জমা দেয়ার সব শেষ নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তারা।
চলতি অর্থবছরে ২ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে প্রায় ৭২ হাজার কোটি টাকাই আসবে আয়কর থেকে। এ অর্থ আদায়ে এবার সরকারি-বেসরকারি সব ধরনের চাকুরিজীবীদের আয়, কর যোগ্য হলেই বেতন থেকে অগ্রিম আয়কর কেটে নেয়ার উদ্যোগ নিয়েছে এনবিআর। যেখানে নিয়োগ দাতা প্রতিষ্ঠানই কর আদায় করে জমা দেবে এনবিআর-এ। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা।
তবে এ ব্যবস্থায়ও কর ফাঁকির চেষ্টা করতে পারেন অনেকে। সে ক্ষেত্রে এনবিআরএর নজরদারির পাশাপাশি আয়কর ব্যবস্থার অটোমশন প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।
পাশাপাশি জোরদার করতে হবে অডিট কার্যক্রম।
বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তার জন্য ই-টিআইএন বাধ্যতামূলকও করেছে এনবিআর।
আরও পড়ুন