বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশিত : ১৮:২৫, ১০ মার্চ ২০১৯
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে কেয়া প্যাকেজিং নামের একটি কারখানার শ্রমিকেরা।রোববার (১০ মার্চ) দুপুর ১টা থেকে কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
শ্রমিকেরা জানান, কারখানায় মোট শ্রমিক ৮৫ জন। গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত বেতনের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের কথায় রাজি হননি। এছাড়া কারখানায় সদ্য যোগদান করা নতুন শ্রমিক বেতন না পাওয়ায় তারা গত মাসের বেতন বোনাসের দাবি জানিয়ে আসছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকার অবস্থিত কেঁয়া প্যাকেজিং কারখানার শ্রমিকেরা দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানো হয়েছে। পরে শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা করা হয়েছে। মালিক পক্ষ ১১ ফেব্রুয়ারি ৮৫ জন শ্রমিকের বেতন দিয়ে দিবেন।
কেআই/
আরও পড়ুন