ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বেনজিমার পাশেই জিদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৬ এপ্রিল ২০১৮

মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়টা ছিল ২-১ ব্যবধানের। রোনালদোর অনুপস্থিতিতে আক্রমণের মূল ভারটা ছিল করিম বেনজিমার কাঁধে। অথচ এই স্ট্রাইকার জালের দেখা পাচ্ছে না। শিষ্যের এমন পরিস্থিতিতে তার পাশেই রয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান, গোলের হিসেবে এই মৌসুমটা বেনজিমার জন্যে খুবই জটিল।

তিনি আরও যোগ করেন, আজকের রাতে সে খুবই ভালো খেলেছে। কিন্তু গোলের দেখা পায়নি। সে স্কোর করতে মুখিয়ে আছে, সুযোগও ছিল। তবে বেনজিমা হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়।

মালাগার বিপক্ষে আলো ছড়িয়েছেন ইসকো। একটি গোলের সঙ্গে বানিয়ে দিয়েছেন দ্বিতীয়টি। ইসকোর পারফরম্যান্সে তাই মুগ্ধ জিদান, তার পারফরম্যান্স ও গোলে আমি সত্যিই আনন্দিত। ও আসলেই দারুণ একটি ম্যাচ খেলেছে।

দুই গোলে ভূমিকা রেখে হয়তো অতৃপ্তিতেই ভুগছিলেন ইসকো। কারণ ২০১৩ সালের আগে দুই মৌসুম মালাগাতেই কাটিয়েছেন। তার পরেও মালাগা ভক্তরা ভোলেনি ইসকোকে। তার সাবেক ভক্তদের নিয়ে জিদানের মূল্যায়ন , এমন অভ্যর্থনার জন্যে সে সত্যিকার অর্থেই যোগ্য। অতীতে মালাগার জন্যে সে ছিল গুরুত্বপূর্ণ। এখন সে আমাদের জন্যে গুরুত্বপূর্ণ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি