ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বেনজেমার জোড়া গোলে দাপুটে জয় পেল রিয়াল

প্রকাশিত : ১১:২২, ২৮ জানুয়ারি ২০১৯

এস্পানিওলের বিপক্ষে জোড়া গোল করলেন করিম বেনজেমা। জালের দেখা পেলেন সার্জিও রামোস ও চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেলও। এতে দাপুটে জয় পেয়ে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে লা লিগার ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে জিতেছে সান্তিয়াগো সোলারির দল।  

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। সতীর্থের বাড়ানো বল ধরে একক প্রচেষ্টায় ডি বক্সে ঢোকা লুকা মদ্রিচের শট ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি দিয়েগো লোপেস। ডি বক্সের ভেতর থেকে ফিরতি শটে সুযোগ কাজে লাগান ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।

এরপর ম্যাচেম পঞ্চদশ মিনিটে ব্যবধান ২-০ করেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস। কিন্তু এর ১০ মিনিট পরেই গোল করে খেলা জমিয়ে দেন এস্পানিওল তারকা ব্যাপটিস্টাও। তবে বেশিক্ষণ লড়াইয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রকে বল বাড়ানোর পর ফিরতি বল পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা।

বিরতি থেকে ফিরে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গ্যারেথ বেল ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন। এরপর খেলা থেকে এক রকম ছিটকে যায় স্বাগতিকরা। পরে ম্যাচের ৮১তম মিনিটে সতীর্থের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে বুক দিয়ে নামিয়ে দারুণ শটে স্কোরলাইন ৪-২ করে ফেলেন ভেনেজুয়েলার রবের্তো রোসালেস। তবে ব্যবধান কমালেও আর খেলায় ফিরতে পারেনি এস্পানিওল। ম্যাচের বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে লিগে দ্বাদশ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি