ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বেনজেমার জোড়া গোলেও রিয়ালের কষ্টের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:১০, ৩ এপ্রিল ২০২২

করিম বেনজেমা

করিম বেনজেমা

করিম বেনজেমার জোড়া গোল সত্ত্বেও কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টিতে গোল দুটি করেন ফরাসি তারকা। যাতে লা লিগায় ২-১ গোলের জয় তুলে নিল স্প্যানিশ জায়ান্টরা। 

সেইসঙ্গে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির মোকাবেলা করার আগে নিজেদের প্রস্তুতিটা ভালই সেরে নিল টেবিলের শীর্ষে থাকা মাদ্রিদ। তবে দুই গোলের মাঝে আরও একটি পেনাল্টি শট মিস করেন বেনজেমা। 

দিনের আরেক ম্যাচে আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এ্যাতলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে মোকাবেলা করার আগে এই ধরনের একটি জয় জরুরী ছিল দিয়েগো সিমিওনের দলের। 

ইনফর্ম স্ট্রাইকার হুয়াও ফেলিক্স করেছেন দুই গোল। বদলী হিসেবে নেমে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজও জোড়া গোল করেন। এ নিয়ে শেষ আট ম্যাচে সাত গোল করলেন ২২ বছর বয়সী পর্তুগীজ স্ট্রাইকার ফেলিক্স। সিটির বিপক্ষে দলকে উজ্জীবিত করার পিছনে সিমিওনে অনায়াসেই এই তরুণ স্ট্রাইকারের ওপর ভরসা করতে পারেন। 

ম্যাচ শেষে ফেলিক্স বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী হয়েই সিটির মাঠে খেলতে নামব। আমাদের পা এখনো মাটিতেই আছে। কারণ আমরা জানি, ম্যাচটি মোটেই সহজ হবে না।’

এদিক, রিয়াল মাদ্রিদ এই জয়ের মাধ্যমে লা লিগায় তাদের শীর্ষ অবস্থান আরো শক্তিশালী করেছে। আন্তর্জাতিক বিরতির আগে দারুন ছন্দে থাকা বার্সেলোনা শীর্ষ চারে নিজেদের অবস্থানের জানান দিয়েছে। যদিও চতুর্থ স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী কাতালান জায়ান্টদের থেকে মাদ্রিদ ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার তুলনায় ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে মাদ্রিদ। 

শতভাগ সফল পারফরমেন্স না হলেও চেলসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচের আগে অন্তত আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া গেছে। বিপরীতে টমাস টুখেলের চেলসি প্রিমিয়ার লিগ টেবিলের নীচের দিকে থাকা ব্রেন্টফোর্ডের কাছে ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে একেবারেই নড়বড়ে অবস্থায় রয়েছে। 

গত বছর সেমিফাইনালের দুই লেগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় তুলে নেয়া চেলসি এবারও অবশ্য স্প্যানিশ জায়ান্টদের জন্য বড় বাঁধা হয়ে উঠতে পারে। 

ম্যাচ শেষে মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, ‘আমি জানি না এই জয়টা আমাদের প্রাপ্য ছিল কিনা। প্রথমার্ধে আমি বড় দুটি সেভ করেছি। কিন্তু সবকিছুর পরেও জয়টাই গুরুত্বপূর্ণ। চেলসি আজ তাদের ঘরের মাঠে পরাজিত হয়েছে। সে কারণেই বুধবারের ম্যাচটিতে তারা শক্তিশালী হয়ে মাঠে ফিরতে মরিয়া হয়ে থাকবে। আমাদের আরো বেশী মনোযোগী হতে হবে। আজ আমরা কিছুটা হলেও ম্যাচের আবহ থেকে দূরে সরে গিয়েছিলাম। চেলসির শক্তিমত্তার বিপক্ষে এটা কোনভাবেই করা যাবেনা। আমাদের অবশ্যই আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামতে হবে।’

বেনজেমা ও ফারলান্ড মেন্ডির ইনজুরি কাটিয়ে দলে ফেরাটা চেলসির বিপক্ষে মাদ্রিদকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। লেফট ব্যাত হিসেবে নাচো ফার্নান্দেজ কিংবা মার্সেলোর পরিবর্তে মেন্ডির ওপরই বেশী ভরসা রাখতে চান আনচেলত্তি। 

ইনজুরি কাটিয়ে দলে ফিরেই নিজের গোলসংখ্যা ৩৯-এ নিয়ে গেছেন বেনজেমা। গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হবার কারণে কালকের ম্যাচে সাইডলাইনে ছিলেন না আনচেলত্তি। আগামী সপ্তাহে লন্ডন সফরে তার যাওয়া এখনো অনিশ্চিত।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি